জঙ্গলে পুলিশ এসেছে হাতি ধরতে

এক মহিষ জঙ্গলের দিকে দৌড়াচ্ছিলো

পিছন থেকে শিয়াল তাকে বললো...

কিরে দৌড়াচ্ছিস কেন ?

মহিষ : জঙ্গলে পুলিশ এসেছে হাতি ধরতে ।

শিয়াল : তাহলে তুই দৌড়াচ্ছিস কেন ?

মহিষ : আরে ভাই, এটা বাংলাদেশ, জেলেই ১০ বছর কেটে যাবে প্রমাণ করতে যে আমি হাতি নই ।

এই কথা শুনে শিয়ালও দৌড় ।

No comments:

Post a Comment