এক লোকের বিপদের রাত

এক লোকের বিপদের রাত :

এক লোক খুব বিপদে পড়েছে ।   ভ্রমণে বের হয়েছিলেন, গাড়ী নষ্ট  হয়ে যাওয়ায় কোথাও রাত কাটাতে হবে ।  বাড়ী খুজছিলেন, একটা বাড়ীতে গিয়ে বললেন, ভাই আপনার বাসায় রাতটা একটু কাটানো যাবে? আমি খুব বিপদে পড়েছে ।
বাড়ীওয়ালা- না ভাই সরি, আমার বাসায় যুবতী মেয়ে আছে ।
পথিক- আচ্ছা ঠিক আছে ।
তারপর পাশের আরেক বাড়ীতে গিয়ে...
পথিক-  ভাই আপনার বাসায় রাতটা একটু কাটানো যাবে? আমি খুব বিপদে পড়েছি, এত রাতে গাড়ী পাবনা । শুধু রাতটা থাকবো ।
বাড়ীওয়ালা- না ভাই সরি, আমার বাসায় যুবতী মেয়ে আছে ।
পথিক- আচ্ছা ঠিক আছে ।
এবারও পথিক চলে গেল ।  মনে মনে স্থির করলো এবার যুবতী মেয়ের কথাই আগে জিজ্ঞেস করবো ।
পাশের আরেকটি বাড়ীতে গিয়ে...
পথিক-  ভাই আপনার বাসায় কোন যুবতী মেয়ে আছে???
 বাড়ীওয়ালা- কেন???
পথিক- না, রাতটা কাটাতে চেয়েছিলাম ।
 বাড়ীওয়ালা- ওই তোর এত বড় সাহস, লাঠি কই?????

No comments:

Post a Comment