জঙ্গলে পুলিশ এসেছে হাতি ধরতে

এক মহিষ জঙ্গলের দিকে দৌড়াচ্ছিলো

পিছন থেকে শিয়াল তাকে বললো...

কিরে দৌড়াচ্ছিস কেন ?

মহিষ : জঙ্গলে পুলিশ এসেছে হাতি ধরতে ।

শিয়াল : তাহলে তুই দৌড়াচ্ছিস কেন ?

মহিষ : আরে ভাই, এটা বাংলাদেশ, জেলেই ১০ বছর কেটে যাবে প্রমাণ করতে যে আমি হাতি নই ।

এই কথা শুনে শিয়ালও দৌড় ।

ছোট ভাই জেলে থাকে

হাবিব : তোর ছোট ভাইটা এখন কী করে
হাবলু: কিছুদিন আগে একটা দোকান খুলছিল, এখন জেলে থাকে
হাবিব : কেন?
হাবলু : সে যে দোকান খুলছিল সেটা আরেকজনের ছিলো,  হাতুড়ি দিয়ে সাটার ভেঙে খোলা  হয়েছিল  দোকানটা !

চ্যানেল এর মালিক এর সাথে বিয়ে

এক পরিবারে একটি লোক পাঁচ টি চ্যানেল এর মালিক, এটি দেখে আরেকটি পরিবারের কর্তা তার মেয়ের সাথে লোকটির বিয়ে দিলো  ।

বিয়ের কিছুদিন  পর ঘরের কন্ডিশন দেখে একদিন লোকটিকে মেয়ের বাবা প্রশ্ন করলো ...

বাবা, তুমি না ৫ টি চ্যানেল এর মালিক তো তোমার সংসার এর এ অবস্থা কেন ?

লোকটি বললো, বাবা এগুলো তো টিভি চ্যানেল না, ইউটিউব চ্যানেল ।

অসুবিধা নাই আব্বা, একটু ভিউ হলেই সব ঠিক হয়ে যাবে

এটা দেখে মেয়ের বাবা হা করে তাকিয়ে থাকলো, আর বললো  এসব কি বলে ?
এক অফিসে বস তার কর্মচারিকে বললো সার্ভিস কোড নিয়ে আস ।
ওই কর্মচারী আবার কানে কম শুনতো

সে গিয়ে অফিসের পিয়নকে বললো বস বলেছেন চা বিস্কুট দিতে

পিয়ন চা বিস্কুট নিয়ে গেলো । এদিকে দীর্ঘ ক্ষন হয়ে গেলো সার্ভিস কোড নিয়ে যায় নি ।

উক্ত কর্মচারিকে ডেকে বললো আমার সার্ভিস  কোড কই

সে তৎক্ষনাত বললো সার সার্ভিস কোড ভুলে চা বিস্কুট হয়ে গেছে ।

বিমানে চড়তে গিয়ে

একদিন বিমানে করে শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ ও জামায়াতের আমীর আর একটা স্কুল পড়ুয়া বাচ্চা যাচ্ছিল।

হঠাৎ পাইলট ঘোষণা দিলো যে, "বিমান নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, শীঘ্রই বিমান ধ্বংস হয়ে যাবে, আপনারা সবাই প্যারাসুট নিয়ে ঝাপ দেন!!"
এ বলে পাইলট একটা প্যারাসুট নিয়ে ঝাপ দিল..

বাকী থাক‌লো পাঁচজন, কিন্তু সমস্যা হলো প্যারাসুট চারটি..

তখন হাসিনা বললঃ
''আমি না থাকলে দেশ চালাবে কে??''
এই বলে একটা প্যারাসুট নিয়ে ঝাপ দিলো।

খালেদা জিয়া বললঃ
''আমি না থাকলে ওদের ভুল ধরবে কে??''
এই বলে একটা প্যারাসুট নিয়ে ঝাপ দিলো।

এরশাদ বললঃ
''আমি এই বয়সে মরতে পারুম না''। এটা বলে
সেও একটা প্যারাসুট নিয়ে ঝাপ দিলো।

তখন জামায়াতের আমীর একটা প্যারাসুট নিয়ে বাচ্চাকে বললঃ
''আর তো কোন প্যারাসুট নেই,, আমি না থাকলে জামায়াত চলবে। দল চালাবার মত অনেক কর্মী আছে। কিন্তু তোমার এখনও পড়ালেখা বাকী আছে, তুমি নেমে পড়!!"

তখন বাচ্চা বললঃ
''হুজুর চিন্তা করবেন না, প্যারাসুট দুইটি আছে'' তিনি বলেন কেমন করে?
বাচ্চা বললঃ এরশাদ চাচা তাড়াতাড়ি করতে গিয়ে আমার স্কুল ব্যাগ নিয়ে ঝাপ দিছে...