এক বাগানে তিন জন লোক কাজ করে

২ জন লোক বাগানে কাজ করছে, একজন মাটি কুড়ছে, একজন ভরছে, কুড়ছে, ভরছে, কুড়ছে, ভরছে, কুড়ছে, ভরছে ।

এই দেখে একজন জিজ্ঞাসা করলো, ভাই আপনারা কি করছেন, একজন কুড়ছেন, একজন ভরছেন   
তখন একজন বললো, ভাই, এ বাগানে  আমরা তিন জন লোক কাজ করি, একজন মাটি কুড়ে, একজন গাছ রোপন করে, আর একজন মাটি ভরাট কর । যে গাছ রোপন করে সে আজ আসেনি  । তাই আমাদের  কাজ আমরাই করতেছি ।