এক বাগানে তিন জন লোক কাজ করে

২ জন লোক বাগানে কাজ করছে, একজন মাটি কুড়ছে, একজন ভরছে, কুড়ছে, ভরছে, কুড়ছে, ভরছে, কুড়ছে, ভরছে ।

এই দেখে একজন জিজ্ঞাসা করলো, ভাই আপনারা কি করছেন, একজন কুড়ছেন, একজন ভরছেন   
তখন একজন বললো, ভাই, এ বাগানে  আমরা তিন জন লোক কাজ করি, একজন মাটি কুড়ে, একজন গাছ রোপন করে, আর একজন মাটি ভরাট কর । যে গাছ রোপন করে সে আজ আসেনি  । তাই আমাদের  কাজ আমরাই করতেছি ।  

মদ খেয়ে এসে বউকে চা দিতে বলল

একদিন আবুল প্রচুর মদ খেয়ে এসে বউকে চা দিতে বলল, বউ চা দিতেই বউকে ধরে পেটাতে লাগল , প্রতিবেশীরা মারের আওয়াজ শুনে ছুটে এসে জিজ্ঞেস করল কি হয়েছে মারছেন কেন ??
আবুল : এই হারামজাদী আমার চায়ে তাবিজ মিশিয়েছে আমাকে বস করবে বলে
বউ : ( কাঁদতে কাঁদতে) ওটা টি ব্যাগ ছিল !!